শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র

ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের জন্য এই আমন্ত্রণ জানানো হয়।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গণফোরাম অফিসে পাঠানো হয়েছে।

সেখানে লেখা আছে- ‘আগামী ০২ ফেব্রুয়ারি ২০১৯/২০ মাঘ, ১৪২৫ বিকাল ০৩:৩০ টায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।’

এদিকে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি জাতীয় ঐক্যফ্রন্ট। তবে প্রাথমিকভাবে আমন্ত্রণে সাড়া না দেয়ায় কথাই বলছেন জোটের শরিক নেতারা।

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সেখানে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ আমাদের নেই। নির্বাচনের আগে তো গিয়েছিলাম। তাতে কী লাভ হয়েছে? মাঝখান থেকে নির্বাচনে অংশ নিয়ে অপমানিত হয়েছি, ক্ষতিগ্রস্থ হয়েছি। যেভাবে আক্রমণের শিকার হয়েছি, তাতে জীবনটাও চলে যেতে পারত। তাছাড়া এটা তো চা-চক্রের আমন্ত্রণ। সেখানে তো আলোচনার জন্য ডাকা হয়নি। গণভবনে যাওয়ার কোনো দরকার নেই।’

অন্যদিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রের খবরই জানে না বলে দাবি করেছে জোটের প্রধান দল বিএনপি।

এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমন্ত্রণ সম্পর্কেই আমার কিছু জানা নেই। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সুতরাং যাওয়া না যাওয়ার বিষয়ে আর কী বলব?’

একই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানি না, আমার কোনো ধারণা নেই।’