বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ওমানের সুলতান ছিলেন প্রকৃত সঙ্গী, সবার বন্ধু : ট্রাম্প

ওমানের সুলতান ছিলেন প্রকৃত সঙ্গী, সবার বন্ধু : ট্রাম্প

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আধুনিক ওমানের প্রতিষ্ঠায় যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন দেশটির প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার মৃত্যুতে ওমানে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, প্রয়াত এই সুলতানের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুলতান কাবুসকে একজন প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ছিলেন আমেরিকান বন্ধু। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে ক্ষমতাসীন এই নেতা তার দেশে শান্তি ও সমৃদ্ধ নিয়ে এসেছেন। তিনি ছিলেন সবার বন্ধু।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুলতাব কাবুস ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রকৃত সঙ্গী এবং সবার বন্ধু। নয়জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন এই সুলতান।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। শুক্রবার সন্ধ্যায় ক্যান্সার আক্রান্ত সুলতান কাবুসের মৃত্যু হয়। সুলতান কাবুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা।