শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ওয়ানডে ক্রিকেটে মুমিনুলের প্রথম অর্ধশতক

ওয়ানডে ক্রিকেটে মুমিনুলের প্রথম অর্ধশতক

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ অবশেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অর্ধশতকের দেখা পেলেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার মুমিনুল হক। শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেন তিনি।

জাতীয় দলের ২২ বছর বয়সী তরুণ এ ক্রিকেটারের ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ৬০ বল মোকাবেলা করে ৬০ রান করেন তিনি। আটটি বাউন্ডারির মাধ্যমে নিজের ইনিংস সাজান মুমিনুল। এর আগে তার ওয়ানডেতে সর্বোচ্চ রান ছিলো ৪৪। সবগুলো ওয়ানডে মিলে ২৪.৯২ গড়ে মোট ৩২৪ রান করেছেন তিনি।

বাংলাদেশের অন্যতম তরুণ ক্রিকেটার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটেই বেশি সাফল্য পেয়েছেন। মাত্র সাতটি টেস্ট খেলে সংগ্রহ করেছেন সাতশত ৫৫ রান। যার গড় ৭৫.৫০ রান। তবে এটি শুধু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নয়। বিশ্বসেরা ক্রিকেটারদের মধ্যে প্রথম সাত টেস্টে ম্যাচের মধ্যে সর্বোচ্চ রানের মধ্যে দ্বিতীয় তিনি।
টেস্টে মুমিনুল সর্বোচ্চ ১৮১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। সাত ম্যাচে তিনটি শতক ও তিনটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।