শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > করোনাতেই মারা গেছেন রাবির ইমেরিটাস অধ্যাপক ফখরুল ইসলাম

করোনাতেই মারা গেছেন রাবির ইমেরিটাস অধ্যাপক ফখরুল ইসলাম

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রয়াত ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম (৮২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনাভাইরাসের উপসর্গ থাকায় মৃত্যুর পর তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রামেক হাসপাতালের ল্যাবে এই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

তিনি করোনা আক্রান্ত থাকতে পারেন এমন আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করে।

মৃত্যুর পর মরদেহ থেকে নেয়া নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
ড. ফখরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়।

এই অধ্যাপকের জন্ম ১৯৩৮ সালে কলকাতায়। তার বাবা মীর আহমদ হোসেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পড়াশোনা শেষ করে ফখরুল ইসলামও বাবার মতো শিক্ষকতা শুরু করেছিলেন।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিষয়ে ফখরুল ইসলামের উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

আর্সেনিক নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। এটি বিশ্বব্যাপী প্রশংসিত। ড. ফখরুল ইসলাম ২০০৩ সালের দিকে ইমেরিটাস প্রফেসর হন।