শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > করোনার ঝুকিতে কাপাসিয়ার জনগণ মানছেনা সরকারী নিষেধাজ্ঞা

করোনার ঝুকিতে কাপাসিয়ার জনগণ মানছেনা সরকারী নিষেধাজ্ঞা

শেয়ার করুন

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: করোনা “কোভেড-১৯” ভাইরাসে বিশ্বের প্রায় ২০০টির অধিক দেশ-অঞ্চল আক্রান্ত।করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যের সংখ্যা তরতর করে বেড়েই চলেছে সারা বিশ্বে। স্বল্প পরিক্ষায় আমাদের বাংলাদেশে ০৪ এপ্রিল পর্যন্ত আক্রান্ত ৭০ জন মৃত্যু ৮ জন। বিশ্বজুরে মারা গেছেন ৫৯,১৭৯ জন। তার পরেও কাপাসিয়ার মানুষের মাঝে অসচেতনতা লক্ষ্য করা যায়।
উপজেলা সদরসহ গ্রামের প্রায় প্রতিটি বাজারেই জন সমাগম সকাল-বিকালে দুবেলাতেই। প্রথম দিকে দোকান পাঠ কম খোলা থামলেও ধীরে ধীরে তা বাড়ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামলেও তাদের সংখ্যা নিয়ন্ত্রন করা যাচ্ছে না। প্রসাশনের লোকজন বাজারে আসলে দ্রুত দোকান বন্ধ করে আবার চলে গেলে খুলে ফেলে। অন্য দিকে হোম করেন্টাইনে থাকা প্রবাসিদেরও খেয়াল রাখতে হচ্ছে। প্রশাসন অভিযান চালিয়ে ব্যবসায়ী ও প্রবাসিদের জরিমানা করছেন। তারপরেও সাধারন জনগণ সরকারের নিষেধ অমান্য করে চলেছে। আর দিনদিন কাপাসিয়াতে করোনার ঝুকি বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতি দিন করোনা শতর্কীকরণ মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। অন্যদিকে গণপরিবহণ বন্ধ হলেও অটোরিক্সা ও সিএনজি চলাচল করছে নিয়মিত। গা ঘেঁষাঘেঁষি করে বসে চলাচল করতেছে যাত্রীগণ। এতে আরো অধিক হাড়ে বাড়ছে করোনা ঝুকি। তাই দ্রুত এসব বন্ধ না করলে কাপাসিয়াতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।