শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > করোনার বিরুদ্ধে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি: ব্রিগে: জেনা: এম ইমরান হামিদ

করোনার বিরুদ্ধে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি: ব্রিগে: জেনা: এম ইমরান হামিদ

শেয়ার করুন

মোঃ নজরুল ইসলাম আজহার
বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুর চৌরারাস্তা ময়মনসিংহ সড়কে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে পরিদর্শন করেন ৭১ মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগে: জেনা: এম ইমরান হামিদ।

আজ মঙ্গলবার দুপুরে ব্রিগে: জেনা: এম ইমরান হামিদ পরিদর্শন করতে এসে বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই দেশব্যাপী সচেতনামূক কার্যক্রম বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে, বেসামরিক প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট স্থাপন, সীমিত জনচলাচল নিশ্চিত করা, যৌথ উদ্যোগে স্থাপিত বিভিন্ন চেক পয়েন্টে অবস্থান ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। এ সময় ওই চেকপোস্টে স্থাপিত মোবাইল কোর্টে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস,এম সোহরাব উদ্দিন, ১৮ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল মো: রাজিব হোসেন খান, মেজর মোঃ মাহফুজুর রহমান, মেজর তানভির, গাজীপুর মেট্রেপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

ব্রিগে: জেনা: এম ইমরান হামিদ বেসামরিক প্রশাসনের বিভিন্ন জীবানু মুক্তকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আরো বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে সেনাবাহিনী তাদের সহযোগিতামূলক কার্যক্রম সার্বক্ষনিকই জোরদার রাখছে।