বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ , ১৫ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ‘করোনা ফেয়ারওয়েল পার্টি’, নাচলেন-গাইলেন হাজারো মানুষ

‘করোনা ফেয়ারওয়েল পার্টি’, নাচলেন-গাইলেন হাজারো মানুষ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ছবির মতো সুন্দর একটা শহর। শহরের বুক চিরে বয়ে গেছে ভলটাভা নদী। পানির মধ্যে নেই সামান্যটুকু আবর্জনাও। দেখেই বোঝা যায়, নদীর যতœ নেয়া হয় দারুণভাবে। ভলটাভার ওপর দেড়শ’ বছরের পুরনো সেতু। নাম চার্লস ব্রিজ। সেই ব্রিজের ওপরই বসেছিল ‘করোনাভাইরাস ফেয়ারওয়েল পার্টি’!

বলা হচ্ছে চেক প্রজাতন্ত্রের বৃহত্তম শহর প্রাগের কথা, শহরটি লকডাউনে ছিল অনেকদিন।

চেক প্রজাতন্ত্র সরকার প্রাগসহ দেশের কোনও জায়গাকেই করোনা মুক্ত বলে ঘোষণা না করলেও হুল্লোড়বাজ নাগরিকরা মঙ্গলবার এমন পার্টিতে মেতেছিলেন। হাজার-হাজার মানুষ রাস্তায় নেমে গেয়েছেন, নেচেছেন এবং মদও খেয়েছেন।

প্রাগের মানুষজন বাইরে বেরিয়ে এতটাই আনন্দিত যে, তারা প্রাগের বিখ্যাত ব্রিজের ওপর করোনাভাইরাসের ‘ফেয়ারওয়েল পার্টি’র আয়োজন করেন। সেই পার্টিতে যোগ দিয়েছিলেন প্রায় হাজার খানেক মানুষ। রীতিমতো একে-অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হয়েই পার্টি করেন তারা। সামাজিক দূরত্ব কী, তা যেন বেমালুম ভুলে গিয়েছিলেন প্রাগের বাসিন্দারা।

পার্টিতে যোগ দেয়া এক ক্যাফের মালিক কোবজা বলেন, ‘আমরা করোনাভাইরাসের মৃত্যু সেলিব্রেট করতে এসেছি। আমরা বোঝাতে এসেছি, মানুষকে এভাবে আলাদা করা যায় না। আমরা বোঝাতে এসেছি, ভাইরাসের কারণে আমরা একজন আরেকজনের থেকে এক টুকরো স্যান্ডহুইচ নেব না, এটা হতে পারে না।’
নাগরিকদের মুখে করোনাভাইরাসের মৃত্যু বলা হলেও শহরটিতে এখনও কারও মৃত্যু হয়নি। যদিও পুরো এই শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ২,৩৬৩ জন। এতে সুস্থ হয়ে উঠেছেন ১৫০৮ জন। তাইতো প্রাগের কাছে ‘ইটস পার্টি টাইমস’।