শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > করোনা ভাইরাস: গাজীপুর পাসপোর্ট অফিসে হাত ধোয়ার ব্যবস্থা

করোনা ভাইরাস: গাজীপুর পাসপোর্ট অফিসে হাত ধোয়ার ব্যবস্থা

শেয়ার করুন

মুহাঃ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা লোকদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ সালেহ উদ্দিন অফিসে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন।

গাজীপুর টাউনের টাংকির পাড় অবস্থিত গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রবেশ মুখে গিয়ে দেখা যায়, বেসিনে সাবান ও হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। দোতলায় সহকারী পরিচালকের রুমের প্রবেশ মুখে বেসিনেও হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। আগত ব্যক্তিরা সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালভাবে হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন। এ প্রসংশনীয় উদ্যোগে অফিসে আসা ব্যক্তিরা খুশি হয়েছেন।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ সালেহ উদ্দিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার ও মাস্ক পরার পরামর্শ দিয়েছে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও জ্বর আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে আমার অফিসে প্রবেশ করার আগে সকলকে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করে ধুতে হবে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।