শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কলকাতার বৃহত্তম খাবার পানির টালা ট্যাঙ্ক জরায় আক্রান্ত

কলকাতার বৃহত্তম খাবার পানির টালা ট্যাঙ্ক জরায় আক্রান্ত

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি ॥ শুধুমাত্র কলকাতার বৃহত্তম পানীয় পানির ট্যাঙ্ক নয়, বিশ্বের মধ্যেও বৃহত্তম এই পানির ট্যাঙ্ক কলকাতার বুকে সগর্বে দাঁড়িয়ে রয়েছে ১০৩ বছর ধরে। একসময় গোটা কলকাতার পানীয় পানির জোগান দিত এই ট্যাঙ্ক। এখনও দণি কলকাতার একটি অংশ বাদ দিয়ে কলকাতার নানা প্রান্তে পানি সরবরাহ করা হয় এই ট্যাঙ্ক থেকে। কলকাতার উত্তর প্রান্তে দিগন্ত রেখার দিকে তাকালেই চোখে পড়ে ১১০ ফুটের সুউচ্চ স্টিলের কাঠামোর উপর বিশালাকার এই ট্যাঙ্ক। গত ১০৩ বছরে তিন তিনটি ভূমিকম্প এবং বেশ কিছু বড় ধরনের ঘূর্ণিঝড়েও এই ট্যাঙ্ক থেকে কোনরকমভাবে পানীয় পানির সরবরাহে বিঘ্ন ঘটেনি। কিন্তু সম্প্রতি এই কার্বন স্টিলের তৈরি ট্যাঙ্কে জরার ছাপ ধরা পড়েছে। আর তাতেই উদ্বিগ্ন কলকাতার পুর সংস্থা। হেরিটেজ মর্যাদা পাওয়া বিশ্বের এই বৃহত্তম পানির ট্যাঙ্কটি তৈরি হয়েছিল গত শতাব্দীতে। ১৯০৯ সালে কাজ শুরু হয়, শেষ হয় ১৯১১ সালে। এটি তৈরি করেছিল ইংল্যান্ডের লিডসের কেটন সন এন্ড কোম্পানি।
এই ট্যাঙ্ক তৈরির জন্য ভারতে প্রথম কার্বন স্টিল ব্যবহার করা হয়েছিল। প্রায় ৫ হাজার মেট্রিক টন স্টিল লেগেছিল এটি তৈরি করতে। এই ট্যাঙ্কের মোট পানি ধারণের মতা ৯ মিলিয়ন গ্যালন। কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পলতায় গঙ্গা থেকে পানি নিয়ে তা শোধন করে ৪২ ইঞ্চি পাইপের মধ্য দিয়ে তা কলকাতার মানুষের তেষ্টা পূরণের জন্য আনা হয় টালা ট্যাঙ্কে। এক শ’ বছরের বেশি সময় বেশ চলছিল কিন্তু কিছুদিন আগে কলকাতা পুর সংস্থার পানি সরবরাহ বিভাগের মুখ্য বাস্তুকার বিভাস মাইতি ট্যাঙ্ক পরিদর্শনে গিয়ে প্রথম ট্যাঙ্কেও নানা জায়গায় ছিদ্র দেখতে পান। আর তার পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। গত শনিবার কলকাতা পুর কর্তৃপ বেশ কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে ঠিক হয়েছে, ট্যাঙ্কটি কাঠামোগত দুর্বলতা নিয়ে একটি সুসংহত রিপোর্ট তৈরির জন্য সেরা একটি সংস্থাকে দায়িত্ব দেয়া হোক।
সেই মত ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং সংস্থা রাইটসকে দায়িত্ব দেয়া হচ্ছে। তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হবে। বিষেজ্ঞদের মতে, এত বিশাল পানির বহন মতা টালা ট্যাঙ্কেও রয়েছে কিনা তাও পরীা করে দেখা দরকার। ট্যাঙ্কের মধ্যে যে প্রকোষ্ঠগুলি রয়েছে সেগুলোর স্টিলের চাদরের অবস্থা কেমন তাও জানা জরুরি।