শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > কাওড়াকান্দি ফেরিঘাটে তীব্র যানজট

কাওড়াকান্দি ফেরিঘাটে তীব্র যানজট

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি ॥ কাওড়াকান্দি ঘাটের প্রায় ২ কিলোমিটার এলাকায় ট্রাক আটকা পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

ফেরি সঙ্কট, অব্যবস্থাপনা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঘাট এলাকায় সোমবারও এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঈদের কয়েকদিন আগে থেকে ট্রাক পারাপার বন্ধ করে দেয়া হয়। এতে করে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে পারাপার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

ট্রাক চালকরা জানান, ঈদেরও তিন চার দিন আগে এ ঘাটে এসেছি। সোমবার পর্যন্ত প্রায় ৬/৭দিন হয়ে গেল ঘাটেই আছি। নদী পারের কোনো ব্যবস্থা হয় নাই। হাতের টাকাও শেষ হয়ে গেছে। এখন ফেরি ভাড়া শেষ। হাতের ঘড়ি মোবাইল বিক্রি করে কোনোভাবে দুই বেলা খাওয়া চলে।

ঘাট সূত্রে জানা যায়, প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ৩দিন ধরে ঘাটে আটকে থাকায় শ্রমিকরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। অধিকাংশ যাত্রীকে প্রায় ২ কিলোমিটার পায়ে হেঁটে ঘাটে আসতে হচ্ছে।

দক্ষিণাঞ্চল ছেড়ে আসা সব যানবাহনে প্রায় দ্বিগুন ভাড়া ছাড়াও কাওরাকান্দি ঘাটে জেলা পরিষদের টোল ৩ টাকার স্থলে ৫-১০ টাকা ও লঞ্চ ভাড়া বাড়তি আদায় অব্যাহত রয়েছে। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে পদ্মা পাড়ি দিচ্ছে। সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোট ঘাটে বাড়তি টোল আদায়ের কারণে দীর্ঘ লাইন পড়েছে।

বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের জিএম আবদুস সালাম মিয়া জানান, ঈদের পর হরতাল শেষে একযোগে যাত্রীরা রাজধানী যেত শুরু করেছে। তবে মঙ্গলবার নাগাদ যাত্রীদের চাপ কমে যাবে।

মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, কাওরাকান্দি ঘাট এলাকায় সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পাওয়া গেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।