শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > কাওড়াকান্দি-শিমুলিয়ায় ॥ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

কাওড়াকান্দি-শিমুলিয়ায় ॥ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, মাদারিপুর ॥ আট ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

বৃহস্পতিবার রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতার কারণে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে উভয় ঘাটের উদ্দেশে যাওয়া রায়পুরা, টাপলি, কাকলি, রানিক্ষেত ও রোরো ফেরি শাহ্ পরাণ মাঝ পদ্মায় আটকা পরে। সকালে কুয়াশা কমতে থাকলে ফেরিগুলো নিজ গন্তব্যে পৌঁছায়।
তবে এসকল ফেরিতে থাকা যাত্রীবাহী পরিবহনের যাত্রীরা শীতে দুর্ভোগে রাত কাটায়। নারী ও শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। আটকে পড়া ফেরির স্টাফরা এ তথ্য জানান।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। তাছাড়া ফেরি চলাচল বারবার ব্যহত হওয়ায় ঘাটে পারাপারের অপেক্ষারত পরিবহনের সংখ্যা বেড়েছে।