শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > কাকডাঙ্গা সীমান্তে চোরাচালানির সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য আহত, গ্রেফতার ১

কাকডাঙ্গা সীমান্তে চোরাচালানির সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য আহত, গ্রেফতার ১

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় গ্রেফতার করা হয়েছে একজন চোরাচালানিকে। বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, একদল চোরাচালানি ভারতীয় ফেনসিডিল ও ফল নিয়ে বাংলাদেশে আসছিল। বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আমির আলির নেতৃত্বে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় কলারোয়ার বাকসা গ্রামের চোরাচালানি মঈন ও তার ছেলে তুহিনের নেতৃত্বে ২০/২৫ জন সংঘবদ্ধ চোরাচালানি বিজিবির ওপর লাঠি সোটা, ইট পাথর, ধারালো অস্ত্র ও তীর ধনুক নিয়ে হামলা করে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে নায়েক সুবেদার আমির আলি গুরুতর আহত হন ।
এ সময় ফেনসিডিল ও নসিমন ভর্তি ফলসহ গ্রেফতার করা হয় কেড়াগাছির জাহিদুল ইসলাম নামের এক চোরাচালানিকে।
বিজিবি জানায়, চোরাচালানিদের প্রতিহত করতে সাত রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এতে বড় খোকা নামের একজন গুলিবিদ্ধ হলেও বিজিবি তা স্বীকার করেনি।