শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কাতালোনিয়ায় গণভোট: মুখোমুখি পুলিশ-জনতা

কাতালোনিয়ায় গণভোট: মুখোমুখি পুলিশ-জনতা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

স্বাধীনতার প্রশ্নে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ায় গণভোট আজ। ভোট সামনে রেখে মুখোমুখি অবস্থানে মাদ্রিদ প্রশাসন ও কাতালোনিয়াবাসী। স্থানীয় সময় রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোর ৫টা থেকেই কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন ভোটাররা।

তবে গণভোট ঠেকাতে তৎপর পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাতেই সিলগালা করে দিয়েছে অধিকাংশ ভোটকেন্দ্র। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা- এমন প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে ১৩শ স্কুলই বন্ধ রয়েছে।

আটক করা হয়েছে গণভোটের আয়োজকদের। এছাড়া ব্যালট পেপার জব্দ ও ভোটের পক্ষে প্রচারণা চালানো ওয়েবসাইটগুলোও বন্ধ করে দিয়েছে স্প্যানিশ পুলিশ।

এ অবস্থায় নির্বিঘ্নে ভোট দিতে কাতালোনিয়ার ১৬০টিরও বেশি স্কুলে পরিবার-পরিজনসহ অবস্থান নিয়েছে স্বাধীনতাপন্থি কর্মীরা। স্পেনের সাংবিধানিক আদালতের নিষিদ্ধ ঘোষিত এ গণভোটে ৭৫ লাখ জনগোষ্ঠীর বেশিরভাগই অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ভোটের বিরুদ্ধে এবং অখণ্ড স্পেনের দাবিতে শনিবার রাতেও বার্সেলোনায় বড় ধরনের বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ।