শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > কাদের সিদ্দিকী ও ড. ইউনূস নব্য রাজাকার

কাদের সিদ্দিকী ও ড. ইউনূস নব্য রাজাকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ড. মুহাম্মদ ইউনূস ও কাদের সিদ্দিকীকে (বঙ্গবীর) নব্য রাজাকার বলে আখ্যায়িত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীলদল আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

লতিফ সিদ্দিকী বলেন, ‘ড. ইউনূস আর আমার ভাই রাজাকার কাদের সিদ্দিকী নারীর ক্ষমতায়নে বিশ্বাসী নন। তারা শফী মোল্লার (আল্লামা শফী) মতো। ড. ইউনূস দেশের ক্রান্তিকালে কোনো অবদান রাখেননি। তিনি আমার ভাই রাজাকার কাদের সিদ্দিকীর সঙ্গে তাল মিলিয়ে বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’

তত্ত্বাবধায়ক সরকার একটি ভুল ব্যবস্থা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার সংবিধানের এক পা বাইরে যাবে না।’

ছাত্র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজকের এইদিনে (শোক দিবসে) মুজিব তোমায় পড়ে মনে এই স্লোগান বাদ দিতে হবে। কারণ বঙ্গবন্ধুকে একদিনই মনে করলে চলবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘সারাদেশে অসংখ্য মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে কী শিক্ষা দেয়া হচ্ছে তা দেখা হচ্ছে না। একদিকে দেশে শিক্ষা বিস্তার হচ্ছে, অন্যদিকে জঙ্গিবাদ বাড়ছে।’

নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো‏হাম্মদ সেলিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম মনিরুজ্জামান, নীলদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।