বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > কানাডায় সহজ হচ্ছে অভিবাসন প্রক্রিয়া

কানাডায় সহজ হচ্ছে অভিবাসন প্রক্রিয়া

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কানাডা : শিগগিরই কানাডার অভিবাসন আইনে ব্যাপক রদবদল হতে যাচ্ছে। এতে দেশটিতে নাগরিকত্ব প্রত্যাশীরা উপকৃত হবেন।

কানাডার সদ্য গঠিত লিবারেল পার্টির সরকার বিদ্যমান নাগরিকত্ব আইনের বিভিন্ন বিধি-বিধান পরিবর্তন করতে ব্যাপক এই সংশোধনীর প্রস্তাব করেছে। কানাডা ইমিগ্রেশন নিউজলেটার সিআইসি নিউজে একথা বলা হয়।

এসব প্রস্তাবে কানাডায় অভিবাসনের জন্য আবেদন ও নাগরিকত্ব লাভের প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে। প্রস্তাবে অভিবাসনের জন্য আবেদনের আগে কানাডায় স্থায়ী বসবাসের সময়সীমা হ্রাস করা হয়েছে। এতে অস্থায়ী অভিবাসনের সময়সীমাও অভিবাসন প্রত্যাশীদের আবেদনে যুক্ত হবে।

প্রস্তাবিত আইনে ভাষাগত দক্ষতার শর্ত শিথিল করা হয়েছে। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে সন্ত্রাস ও গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্তদের নাগরিকত্ব প্রত্যাহারের বিধান রদ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আইনটি পাস হতে পারে।