মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় ইউএনও’র বিদায় নতুনকে বরণ

কাপাসিয়ায় ইউএনও’র বিদায় নতুনকে বরণ

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন/ মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৯ মাস দায়িত্বপালনকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামকে বিদায় এবং নতুন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরাকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ বিদায়ী ও নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ্, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ তাজউদ্দীন প্রমুখ।

পরে রাজস্ব খাতের অর্থায়নে এবং এলজিইডি’র বাস্তবায়নে প্রতিবন্ধীদের মাঝে ৩৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, কাজ মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রাখে। সঠিক কাজটি করেই সম্মানিত হওয়া যায়। আমরা বেশী বেশী কাজ করেই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারি। কাজের কোন বিকল্প নেই। জাপান আজ বিশ্ব দরবারে কাজের মাধ্যমেই পরিচিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পেরেছে।