শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা

কাপাসিয়ায় জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের পুত্রের সোহেলের ক্রয়কৃত জমির উপর দিয়ে এক প্রভাবশালী প্রতিবেশি জোড়পূর্বক রাস্তা নির্মাণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ ইতোমধ্যে জোড়পূর্বক কেটে নেয় প্রতিপক্ষরা।

আজ সোমবার (৬জুলাই) সকালে ভিকটিম ইট দিয়ে সোহেলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণের কাজ আরম্ভ করলে দুই পক্ষের মধ্যে মারমুখো অবস্থার সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে সোহেল কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রতিপক্ষরা রাস্তা নির্মাণের জন্য বিভিন্ন মহলের দ্বারস্থ্য হচ্ছে এবং সোহেলের বাড়ি ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ করবে বলে হুমকি দিচ্ছে বলে সোহেল জানান।