শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় নদীর চরে বর্জ্য

কাপাসিয়ায় নদীর চরে বর্জ্য

শেয়ার করুন

তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুর: কাপাসিয়া শ্রীপুর সড়কের কাপাসিয়া মধ্যপাড়া নদীর তীরে জেগে ওঠেছে বিশাল চর। চরে নদী তীরবর্তী গ্রামের লোকজন ধান, শাকসরজি, ডাল আলুর চাষ করে। প্রতিদিন এই নদীর তীরবর্তী চরে বর্ষা পরবর্তী সময় এখানে ভিড় করে। সম্প্রতি বসত বাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে রাতের আঁধারে নদীর চরে ফেলে পরিবেশ দূষণ করছে। ময়লা আবর্জনার দুরগন্ধে আশপাশ দিয়ে যাওয়া যায়না।
গ্রামের মহিলারা জানায়, এসব ময়লা এলাকার বসত বাড়ির। এসব ফেলে এলাকার পরিবেশ দুষীত করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।