শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > কাপাসিয়ায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর সংঘর্ষ, ৪ পুলিশ সহ আহত ৬, গ্রেফতার-১

কাপাসিয়ায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর সংঘর্ষ, ৪ পুলিশ সহ আহত ৬, গ্রেফতার-১

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ মঙ্গলবার বিকালে মাদকের আখড়া থেকে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মাদক কারবারীরা গ্রেফতারকৃত তিন ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের সাথে মাদক কারবারীদের সংঘর্ষ বাঁধে। এ সময় চার পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছে। এ খবর পেয়ে উত্তেজিত এলাকাবাসী ওই মাদক কারবারীদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। একপর্যায়ে গ্রামবাসী, মাদকব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করতে চেষ্টা চালায় পুলিশ। তবে ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও চিহ্নিত মাদক ব্যবসায় সাইফুল ইসলামের বাবা রাজু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আহতরা হলো কাপাসিয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ রানা, কনস্টেবল মোজাম্মেল হক, মোঃ মামুন, রেজাউল হক এবং গ্রামবাসীর মধ্যে জহিরুল ইসলাম ঝিকু। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার একদল পুলিশ টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ীতে মাদকের বড় চালান আদান-প্রদান হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী আড়ালিয়া গ্রামের আমির উদ্দিনের পুত্র কবির হোসেন (২৯), একই গ্রামের শাহাব উদ্দিনের পুত্র সোহাগ (২৪) ও আড়ালিয়া টেকপাড়া গ্রামের রাজু মিয়ার পুত্র সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় মাদক কারবারীর স্বজনরা দা, লাঠি, কোদাল, শাবল, ইটের টুকরা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটকৃতদের ছিনিয়ে নেয়।

এদিকে এ খরব আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ওই মাদক ব্যবসায়ীদের বাড়ীতে হামলা চালায়।

খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালায়।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান বলেন, আসামীদের মধ্যে সোহাগ আলোচিত হত্যা মামলার অন্যতম আসামী সোহাগ ও কবিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে স্বজনদের হামলার ঘটনা ঘটে। তবে পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারীদের গ্রেফতারে গ্রামবাসীর উৎসাহকে আমরা সাধুবাদ জানাই এ ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।