শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: সারা দেশের ন্যায় কাপাসিয়ায় “নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলপার ১১টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিটি ইউনিয়নে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান, বিট অফিসার ইউপি সদস্যবৃন্দ সাধারণ মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিকে নিরাপদ রাখতে পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে আমাদের সকলের সহযোগিতায়ই পুলিশ আমাদের নিরাপদ রাখবে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানায়, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় উপজেলার ১১টি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করা হয়েছে প্রতিটি নাগরিক যেন সমাজে স্বাভাবিক ভাবে বসবাস ও চলাফেরা করতে করতে পারে সেদিকে সমাজের মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য আমরাও সবসময় সচেষ্ট থাকব।