শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ বজলুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন মাস্টারে পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আঃ হালিম মাস্টার, আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, মঞ্জুরুল হক মুকুলসহ ১১ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগণ। এ সময় মুক্তিযোদ্ধা হুমায়ন কবির দোয়া পরিচালনা করেন। এ ছাড়া জাতীয় চার নেতার স্মরণে তরগাঁও, টোক, রায়েদ, দূর্গাপুরসহ বিভিন্ন ইউনিয়নে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামীকাল রবিবার বিকালে শহরের পুরাতন ধান বাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা যায়।