বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কাপাসিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তিপ্রস্তর স্থাপন

কাপাসিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন ॥
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার (এনডিসি) সুরাইয়া বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালক হাসান আহমেদ সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা ছাত্রলীগর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শাওন, মোঃ জাহিদুল আলম রবিন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান। পরে একটি বিশ মিনিটের প্রীতি ফুটবল খেলায় ভাকুয়াদী স্কুলকে হারিয়ে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ০-১ গোলে জয় লাভ করে। অতিথিরা অংশ গ্রহণকৃত খেলোয়ার দলকে ট্রফি প্রদান করেন।