শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯০ দশকের ইফতার

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯০ দশকের ইফতার

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
ইফতার করতে এসে কান্নায় চোখ মোছার দৃশ্য খুবই বিরল কিন্তু তাই চোখে পরল শুক্রবার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯০ দশকের ইফতার ও দোয়া মাহফিলে। বিকেল ৩টার পর থেকেই মিলিত হতে থাকে অত্র বিদ্যালয়ে অধ্যয়ন করা ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ছাত্র-ছাত্রী এবং বর্তমান ও পুরাতন শিক্ষক মন্ডলী। এসেছিলেন অন্যান্য ব্যাচের গণ্যমান্য ব্যাক্তিরাও। ইফতারের সময় গনিয়ে আসলেই কানায় কানায় পরিপূর্ণ হয় স্কুলের মাঠ। প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রীর মিলন মেলা হলেও ছিল না কোন হট্টগোল ছিল শুধু পুরনো বন্ধুদের সঙ্গে সুখ দুঃখের ভাগাভাগি।

১৯৩৮ সনে স্থাপিত এই বিদ্যালয়টিতে ২০১২ ও ২০১৪ এ পর্যন্ত ২ বার পূর্নমিলনি ও এই প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আয়োজক কমিটির আহবায়ক ৯৫ ব্যাচের রফিকুল হাসান রফিক, যুগ্ন আহবায়ক রাসেল ও মোফাজ্জল হোসেন জানায়, আয়োজনের শুরুতে আমরা ভাবতে পারিনি আমাদের আয়োজন এত বড় পরিসরে হবে বা আমরা এতটা সাড়া পাব তবে এই আয়োজনটি সফল ভাবে করতে পেরে আমরা নিজেকে স্বার্থক মনে করছি। ১৯৯৪ ব্যাচের শাহীন সিকদার, মোঃ মজিবুর রহমান, সাধন দাস, আরিফুর রহমান আরিফ, মামুন, রঞ্জন দাস ও সুবর্ণা জানায়, আমরা সেই ছোট বেলার সহপাঠীরা দীর্ঘদিন পর এক সাথে হতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে আমাদের চোখে যে পানি তা সুখ দুঃখ ভাগাভাগির কান্না।