শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কাবা শরীফে সুগন্ধি বিতরণে শাইখ সুদাইস

কাবা শরীফে সুগন্ধি বিতরণে শাইখ সুদাইস

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
রমজান উপলক্ষে পবিত্র কাবা শরীফে অসংখ্য মুসল্লির ভিড় থাকে। পবিত্র এ মসজিদে এ সময়ে তাই পরিচ্ছন্নতা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বুধবার কাবা শরীফের পরিচ্ছন্নতা কাজে অংশ নেন দুই পবিত্রতম মসজিদ আল-হারাম (কাবা শরিফ) ও মসজিদে নববীর (মদিনা) প্রধান শাইখ আবদুর রহমান আস-সুদাইস। এ সময় তিনি নিজ হাতে হাজরে আসওয়াদ এবং মুলতাযামে সুগন্ধি লাগান।

পরিদর্শনকালে শাইখ সুদাইস পরিচ্ছন্নতাকর্মী ও পরিচর্যাকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রধান করেন। বিশেষত বাইতুল্লায় আগত মুসল্লিদের প্রশান্তির জন্য হাজরে আসওয়াদ এবং মুলতাযামে সুগন্ধি ব্যবহারের প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দেন।

কাবা শরীফে সুগন্ধি ব্যবহার ও পরিচ্ছন্নতার কাজে প্রযুক্তির ব্যবহার এবং মর্যাদাপূর্ণ এ কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় পুরুষ এবং মহিলা কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানান তিনি।

সুগন্ধি বিতরণ উপলক্ষে আবদুর রহমান আস-সুদাইসের আগমনে মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। শাইখ সুদাইস এ সময় মুসল্লিদের সুগন্ধি লাগিয়ে দেন।
সূত্র ও ছবি: আল আরাবিয়্যাহ