শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > কামারুজ্জামানের প্রাণভিক্ষার চাওয়ার সিদ্ধান্ত হয়নি

কামারুজ্জামানের প্রাণভিক্ষার চাওয়ার সিদ্ধান্ত হয়নি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক॥ কামারুজ্জামানের প্রাণভিক্ষার চাওয়ার সিদ্ধান্ত হয়নিঢাকা: একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি তার পরিবার।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল এ ব্যাপারে বাংলামেইলকে বলেন, ‘বাবা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে বাবার সঙ্গে আমরা পরামর্শ করব। তিনি যদি রাজী হন তাহলে চাইব, না হলে চাইব না।’
উল্লেখ্য, একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় গত সোমবার ইতোপূর্বে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।