শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কালিয়াকৈরে কৃত্তিম জলাবদ্ধতায় গজারী গাছের মরণ

কালিয়াকৈরে কৃত্তিম জলাবদ্ধতায় গজারী গাছের মরণ

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে মাছ চাষের জন্য কৃত্তিম ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে সরকারি বনের মূল্যবান গজারি গাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা বিট অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ মন্ডল পাড়া এলাকার রহমান খান সরকারি বনের পাশের জমি লিজ নিয়ে মৎস চাষ শুরু করে। তার খামারের পরিধি বৃদ্ধির জন্য বাদ সৃষ্টি করে কৃত্তিম ভাবে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। জলাবদ্ধতার কারনে দুই পাশে সরকারি বন বিভাগের জমির প্রায় ২০ টি মূল্যবান গজারি গাছ মারা গেছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে আরও বেশ কিছু গজারী গাছ। এভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে রাখলে ভবিষ্যতে আরও গাছ মারা যেতে পারে এমনটা বক্তব্য স্থানীয়দের।

এ বিষয়ে মৎস খামারের মালিক রহমান খানের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোন গাছ মারিনি। এগুলো এমনি এমনি মারা গেছে।

বিষয়টি নিয়ে চন্দ্রা বন বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অতি দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।