শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আ.ক.ম. মোজাম্মেল হক। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আকবর আলী, শিকদার মোশারফ হোসেন, এ্যাড. বেলায়েত হোসেন বাবু, এ্যাড, শাহজাহান মিয়া, মোশারফ হোসেন জয়, শিকদার জহিরুল ইসলাম জয়, মফিজুর রহমান লিটন, হারিজ উজ জামান খান হারিজ, অধ্যাপক আব্দুল হাকিম, শাহাদাত হোসেন, সেলিম আজাদ সহ স্থাণীয় নেতৃবৃন্দ। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অপর দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুরস্থ খাজার ডেগ নামকস্থানে কেন্দ্রীয় যুবলীগ নেতা কিরন মাহমুদ ওয়ার্সী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেন।