শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কালীগঞ্জের শরীফকে বাঁচাতে এগিয়ে আসুন

কালীগঞ্জের শরীফকে বাঁচাতে এগিয়ে আসুন

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের এতিম শরীফ (১৮) বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন। দরিদ্র পরিবারের ছেলে শরীফ বাবা তমিজউদ্দিনের মৃত্যুর পর সংসারের হাল ধরতে ড্রাম ট্রাকে হেলপারের কাজ করতো। সে ৪ মাস পূর্বে ড্রাম ট্রাকে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্বকভাবে আহত হন। মর্মান্তিক ঘটনার পর শরীফের শরীরের প্রায় অর্ধেকাংশ পুড়ে যায় এবং বাম পা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার মা রাজিয়া বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে অসুস্থ ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। শ্রবণ প্রতিবন্ধী মা ধারদেনা করে এ যাবত ছেলের চিকিৎসার খরচ চালিয়ে এসেছে। দারিদ্রের শিকার মা তার এতিম ছেলের চিকিৎসা আর্থিক অভাবে করতে পারছে না। হাসপাতাল, কিøনিক ও ঔষধের ব্যয়ভার পূরণ করা কষ্ট সাধ্য হওয়ায় পর্যাপ্ত চিকিৎসা না করে ছেলে শরীফকে তার মা বাড়িতে নিয়ে আসে। বিনা চিকিৎসায় শরীফ এখন মৃত্যুর প্রহর গুণছে। শরীফের দরিদ্র মা দেশের বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট তার ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানাচ্ছেন। শরীফের মায়ের মোবাইল নম্বর (০১৭৫৮২৪১৮২০) এবং শরীফের চিকিৎসার জন্য (০১৭৮১২১৮৭৭৭ বিকাশ এজেন্ট) একাউন্ট নাম্বারে আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে শরীফের মা।
বিধবা মা রাজিয়া বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে বাঁচাতে সবার কাছে সাহায্য প্রার্থনা করছি। আর্থিক সাহায্য পেলে ছেলের চিকিৎসা করানো সম্ভব। এই জগতে ছেলে ছাড়া আমার কেউ নেই।