শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > কালীগঞ্জে ঈমামদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন মেহের আফরোজ চুমকি

কালীগঞ্জে ঈমামদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন মেহের আফরোজ চুমকি

শেয়ার করুন

মোঃ আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপি লকডাউনে মসজিদে মুসল্লী সমাগম কম হওয়ায় দান-অনুদান ব্যাহত হওয়ায় কালীগঞ্জ উপজেলার ৩শত ৬১টি মসজিদে প্রধানমন্ত্রীর পাঁচ হাজার টাকা হারে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে গাজীপুর-৫ নির্বাচনী এলাকার কালীগঞ্জ উপজেলায় ৩শত ৬১টি মসজিদগুলোর ইমাম ও পরিচালনা কমিটির সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর ৫হাজার টাকার করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের প্রতিটি মসজিদে গড়ে ৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তে দেশের ২৪৪০৪৩টি মসজিদে একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।