শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > কালীগঞ্জে ক্রিডের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কালীগঞ্জে ক্রিডের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যের শিক্ষার্থী সন্তানদের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা ক্রিড শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে।
শুক্রবার বিকালে উপজেলার বক্তাপুর ইউনিয়নের কলুন এলাকায় তাদের নিজস্ব (আঞ্চলিক) কার্যালয়ে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।


সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) কালীগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মো. সারোয়ার মোর্শেদ খানের সভাপতিত্বে ও কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক সুনীল কুমার সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) নির্বাহী পরিচালক মো. সোলায়মান খান। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক মো. লুৎফুর রহমান মৃধা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) রুপগঞ্জ উপজেলার দাউদপুর শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, টাঙ্গাইল নতুন কজেলা শাখা ব্যবস্থাপক মো. ইব্রাহিম কুর্দি, বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, উলুখোলা শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রহমান, রাথুরা শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামান প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলার ফুলদী শাখা ব্যবস্থাপক মাইনুদ্দিন, পুবাইল শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন স্কুলের ২০জন শিক্ষার্থীর হাতে প্রত্যেককে নগদ ১২ হাজার টাকার চেক দেওয়া হয়।