শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > কালীগঞ্জে ডিস লাইনে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

কালীগঞ্জে ডিস লাইনে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

শেয়ার করুন

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় ডিসের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে বড়গাঁও গ্রামের হামিদুল্লাহ শেখের বাড়ির পূর্ব পাশে পল্লীবিদ্যুৎ খুটি সংলগ্ন। নিহত যুবকের নাম মো. ছোবাহান হোসেন (৩১)। সে বড়গাঁও খিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
জানা যায়, বড়গাঁও গ্রামের মোসলেহউদ্দিনের ছেলে মান্নানের সাথে ছোবাহান দীর্ঘদিন যাবত এলাকায় ডিসের ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে বড়গাঁও গ্রামের হামিদুল্লাহ শেখের বাড়ির পূর্ব পাশে পল্লীবিদ্যুতে খুঁটি সংলগ্ন নষ্ট ডিসের লাইন মেরামত করার জন্য খুঁটিতে উঠে ছোবাহান। আর নিচে দাঁড়িয়ে ছিল মান্নান। লাইন মেরামত করার সময় হঠাৎ ছোবাহান বিদ্যুৎúৃষ্টে জড়িয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মান্নান বলেন, ডিসের লাইন মেরামতের সময় কারেন্ট ছিল না। হঠাৎ কারেন্ট চলে আসায় ছোবাহান বিদ্যুৎপৃষ্টে মারা যায়।
নিহত ছোবাহানের বাবা ফজলুল হক বলেন, তার ছেলের মৃত্যুতে সে কাউকে দোষারোপ করছে না। মান্নানের সাথে তার ছেলে অনেকদিন যাবত ডিসের কাজ করছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, এই সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি।