বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > কালীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও নির্বাচিত

কালীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও নির্বাচিত

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ তৃতীয় ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও ৫২,৩৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শর্মিলী দাস মিলি পেয়েছেন ২২৫৫ ভোট। ৫০,১৪০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনী এলাকা। সকাল থেকে ৯০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,১৪,৬৩০ জন, পুরুষ ভোটার ১,০৮৬৬৯ জন আর মহিলা ভোটার ১,০৫৯৬১ জন। এর মধ্যে কাস্টিং হয়েছে ৫৪,৬৫০ ভোট, বাদ পড়েছে ৭৫৭ভোট।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মাকসুদুল আলম মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।