শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > কালীগঞ্জে মাদক বিরোধী নৌকা বাইচ প্রতিযোগিতা

কালীগঞ্জে মাদক বিরোধী নৌকা বাইচ প্রতিযোগিতা

শেয়ার করুন

মো. ইব্রাহীম খন্দকার ॥
গাজীপুর: কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে দক্ষিনপাড়া হাফাইনা বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি রঙ্গিন টিভি পুরস্কার প্রদান করেন আয়োজক কমিটি। নৌকা বাইচ প্রতিযোগিতায় কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া।

আয়োজক কমিটির সভাপতি আয়নল শেখের পরিচালনায় নৌকা বাইচ উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. সরোয়ার হোসেন খোকন। প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিমউদ্দিন আকন্দ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সাধারন সম্পাদক এম আই লিকন, সুরুজ আলী, বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম রানা, সাধারণ সম্পাদক রাকিব মোড়ল, আল-আমিন, মোজাম্মেল কাজী, মোক্তার মোল্লা, ফোরকান শেখ, দুলাল শেখ, হারুন আকন্দ ও মাসুদ শেখ প্রমুখ।