শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কাশ্মীরে শ্রীনগরের মেয়র গৃহবন্দী

কাশ্মীরে শ্রীনগরের মেয়র গৃহবন্দী

শেয়ার করুন

আর্ন্তজাতিক ডেস্ক ॥

কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তুকে মঙ্গলবার গৃহবন্দী করা হয়েছে।

অধিকৃত রাজ্যটির স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদ ও অচলাবস্থায় বহু লোক তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে মন্তব্য করায় এবার তাকে নিশানা করেছে ভারতের হিন্দুত্ববাদী সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম কুইন্টের খবরে এমন তথ্য জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে চিকিৎসার জন্য এসেছিলেন মাত্তু। কিন্তু ফিরে যাওয়ার পরই তাকে গৃহবন্দী করা হয়েছে।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত ঘিরে মেয়রের গতিবিধি আগে থেকেই সীমিত করে দেয়া হয়েছিল।

এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরের রাস্তায় কোনো লাশ পড়ছে না বলে এমনটা কল্পনা করা খুবই অবাস্তবিক যে কাশ্মীরের স্বাভাবিকতা ফিরেছে।

‘অচলাবস্থা চাপিয়ে দেয়ার সিদ্ধান্তের অর্থ এই নয় যে পরিস্থিতি স্বাভাবিক,’ বললেন এই মেয়র।

তিনি বলেন, ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আটক রাখার নীতি পুরোপুরি কাজ করছে। কাশ্মীরে এখন অনেক পরিবার রয়েছে, যারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

এনডিটিভিকে জুনায়েদ আজিম বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলই বর্তমান সংকটের কারণ। কারণ এই স্বায়ত্তশাসনের মর্যাদার ওপর ভিত্তি করেই কাশ্মীরিদের পরিচয় নির্ধারিত হয়েছে।

তিনি জানান, আমরা সবসময়ই স্পষ্টভাবে সহিংসতার হুমকির মধ্যে থাকি। এটা কোনো নতুন দৃশ্যপট না। কিন্তু সেটাকে ব্যবহার করে কাশ্মীরিদের মৌলিক অধিকার কেড়ে নেয়াকে ন্যায্যতা দেয়া হচ্ছে, যেটা কাশ্মীরিদের এই বিচ্ছিন্নতাবোধের মূল কারণ।