শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কুখ্যাত মাদক গ্যাংয়ের হোতা মোরেলেস গ্রেপ্তার

কুখ্যাত মাদক গ্যাংয়ের হোতা মোরেলেস গ্রেপ্তার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মেক্সিকোর উত্তরাঞ্চলে কুখ্যাত জেটাস ড্রাগ কার্টেলের প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল ট্রেভিনো ধরা পড়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেক্সিকো সরকার বিষয়টি নিশ্চিত করেছে। মাদক জগতে ‘জেড-৪০’ নামে পরিচিত ট্রেভিনো মোরালেস। সোমবার ভোরে  মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০১২ সালের অক্টোবরে জেটাস ড্রাগ কার্টেলের মালিকের মৃত্যুর পর, ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেয় মোরালেস। মেক্সিকোয় শক্তিশালী মাদক চোরাকারবারিদের সংঘবদ্ধ জোটগুলোর লাগামহীন দৌরাত্ম্যে অতিষ্ঠ সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। মোরালেসের ধরা পড়াকে তাই বড় বিজয় হিসেবেই দেখছে কর্তৃপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সরকারের মুখপাত্র এডুয়ার্ডো সানচেজ সংবাদ-সম্মেলনে বলেছেন, মোরালেসকে নুয়েভো লারেডোর ১৭ মাইল দণি-পশ্চিমে একটি গ্রামে আটক রাখা হয়েছে। একটি পিক-আপ ট্রাকে ২০ লাখ ডলারসহ ধরা পড়ে মোরালেস। কড়া নিরাপত্তা প্রহরায় রাখা হয়েছে তাকে। পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।