বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৫৯

কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৫৯

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কেনিয়ার রাজধানী নাইরোবির একটি জনাকীর্ণ শপিংমলে বিদ্রোহী সংগঠন আল-শাবাবের বন্দুকধারীদের হামলায় ফরাসি, মার্কিন ও ভারতীয় নাগরিকসহ অন্তত ৫৯ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে নাইরোবির জনাকীর্ণ ও অভিজাত শপিংমল ওয়েস্টগেটের ভেতরে প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালায় বিদ্রোহীরা। কেনিয়ার নিরাপত্তা বাহিনী একজন বিদ্রোহীকে গ্রেপ্তার করেছে। কেনিয়ার প্রেসিডেন্সির প থেকে টুইটারে এ কথা জানানো হয়েছে। বিদ্রোহীরা ঘটনার পর বেশ কিছু মানুষকে ওই শপিংমলে জিম্মি করে রাখে। পুলিশ প্রধান ডেভিড কিমাইয়ো টুইটারে জানিয়েছেন হামলাকারীদের প্রতিহত করতে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে আরও কয়েকজন বন্দুকধারী বিদ্রোহী নিহত হয়েছে। ফরাসি সরকার ইতিমধ্যেই এ হামলায় দুই ফরাসি নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। এক কূটনীতিকসহ কানাডার দুই নাগরিকও এতে নিহত হয়েছেন। মার্কিন সরকারের প থেকে জানানো হয়েছে- এ হামলায় তাদের অজ্ঞাত সংখ্যক নাগরিক আহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছে। সেই নিরাপত্তা পরিষদ কেনিয়াকে হুঁশিয়ার করে বলেছে এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতে হলে সেটা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে করতে হবে। আল-শাবাব তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে, এ অভিযান নিয়ে কেনিয়ার কর্তৃপরে সঙ্গে কোন সমঝোতা হয়নি। টুইটারে তারা লিখেছে, অভিযানের পর ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও মুজাহেদিনরা ওয়েস্টগেট মলে বেশ শক্ত অবস্থানে ছিল। তবে সেখানকার প্রশাসন দাবি করেছে, বন্দুকধারীদের আটক করা না গেলেও তাদের মার্কেটের ভেতরে কোণঠাসা করে ফেলা হয়। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তার কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এদের মধ্যে প্রেসিডেন্ট পরিবারের সদস্যরাও রয়েছেন। তবে তারা প্রেসিডেন্টের কেমন স্বজন এ ব্যাপারে কিছু জানা যায়নি। শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া বিশেষ ভাষণে প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে এবং মার্কেটটি নিয়ন্ত্রণে নিতে অভিযান শুরু করেছে। তিনি বলেন, অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করবে নিরাপত্তা বাহিনী এবং এই জঘন্য কৃতকর্মের জন্য তাদের শাস্তি দেয়া হবে। এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবে পরিবারের সদস্য হারিয়েছেন বলে ভাষণে উল্লেখ করেন। রোববার সকালে কেনিয়ার জাতীয় দুর্যোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক কতজন মানুষ মার্কেটের ভেতরে জিম্মি রয়েছেন সেটা এখনও অজ্ঞাত। তবে তারা বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। বন্দুকধারীদের একটি দোকানেই কোণঠাসা করে রাখা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ পরিদপ্তরও।