শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > কোকা-কোলার ক্যাম্পেইন দেশে ছড়িয়ে দিলো খুশির জোয়ার

কোকা-কোলার ক্যাম্পেইন দেশে ছড়িয়ে দিলো খুশির জোয়ার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস উপলে কোকা-কোলা বাংলাদেশ ‘হাত বাড়াও, খুশি ছড়াও’ নামক এক বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। কোকা-কোলার এ ক্যাম্পেইন সারাদেশে ছড়িয়ে দিয়েছে খুশির জোয়ার। ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য ছিল আনন্দের বার্তা ছড়িয়ে সবাইকে একত্রিত করে খুশি ছড়িয়ে দেয়া। আর এ খুশি ছড়িয়ে দিতে বার্তা প্রেরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কোকা-কোলার বোতল। ক্যাম্পেইনের মাধ্যমে ১ লিটার, ১.২৫ লিটার এবং ২ লিটার কোকা-কোলা পেট বোতল ক্রয় করে বোতলের নির্দিষ্ট স্থানে ভোক্তারা তাদের প্রিয়জনের জন্য বিশেষ বার্তা লিখে পাঠায়। ফলে উৎসাহিত ভোক্তারা মেতে ওঠে প্রিয়জনের নিকট ব্যক্তিগত বার্তা লেখায়। ভোক্তাদের অনেকেই অংশগ্রহণ করে ‘রেডিও ফুর্তি’র কোকা-কোলার বিশেষ অনুষ্ঠানে। ক্যাম্পেইন প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, ক্যাম্পেইনটিতে কোকা-কোলার বোতলগুলো বার্তা প্রেরণের একটি সহজ ও সাবলীল মাধ্যম হিসেবে কাজ করেছে, ফলাফল পেয়েছি আশাতীত। ক্যাম্পেইনটি নিয়ে উত্তেজনার শেষ ছিল না।