শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > কোচ নয়, যাচ্ছেন ম্যানেজার

কোচ নয়, যাচ্ছেন ম্যানেজার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ আগামীকাল স্পেনের বার্সেলোনায় বসছে ১৫তম ফিনা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ, চলবে ৪ঠা আগস্ট পর্যন্ত। সেখানে অংশ নেবেন বাংলাদেশের তিন সাঁতারু নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর, অনিক রহমান ও মাহফুজা খাতুন শিলা। প্রতিযোগিতা ১৯শে জুলাই থেকে হলেও বাংলাদেশের সাঁতারুরা স্পেন যাচ্ছেন ২২শে জুলাই। সাঁতারের ইভেন্ট শুরু ওই দিন থেকেই। ফেডারেশন সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ফিনা কংগ্রেসে যোগ দেবেন বলে যাচ্ছেন ১৯শে জুলাই। ওয়ার্ল্ড সুইমিংয়ে সাঁতারু নির্বাচন নিয়ে কোন প্রশ্ন নেই। প্রশ্ন উঠেছে দলের সঙ্গে কোচ না পাঠিয়ে এক কর্মকর্তাকে পাঠানো নিয়ে। দুই মাস ধরে দলের কোচিং করিয়েছেন আবদুল হামিদ। কিন্তু রাজনৈতিক কারণে তার স্থানে স্পেন যাচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এমবি সাইফ।
গত বাংলাদেশ গেমসে নজরকাড়াদেরই বাছাই করা হয়েছে। সাগর অংশ নেবেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। বাংলাদেশ গেমসে এ ইভেন্টে তিনি নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণ জিতেছেন ২৪.৪৯ সেকেন্ড সময় নিয়ে। অনিক ইসলাম ৫০ মিটার বাটারফাইয়ে অংশ নেবেন। বাংলাদেশ গেমসে তিনি এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ২৬.০১ সেকেন্ড সময় নিয়ে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মাহফুজা খাতুন শিলা বাংলাদেশ গেমসে স্বর্ণ জেতেন ৩৬.০৩ সেকেন্ড সময় নিয়ে।
দুই মাস ধরে এই তিন সাঁতারুকে অনুশীলন করাচ্ছেন আবদুল হামিদ। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাগর, অনিক আর শিলাদের কোচ হিসেবে তার নাম নেই। এ তিন সাঁতারুর সঙ্গে স্পেনের বার্সেলোনায় যাচ্ছেন সাঁতার  ফেডারেশনের যুগ্ম সম্পাদক এমবি সাইফ।
এত বড় আসরে সাঁতারুদের কোচ ছাড়া পাঠানোর যে যুক্তি ফেডারেশন সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনের, তা রীতিমতো হাস্যকর। তার কথায় পরিষ্কার যে, রাজনৈতিক দাপটেই কোচকে বাদ দিয়ে স্পেন যাচ্ছেন কর্মকর্তা। ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাঁতারুদের একটাই ল্য, নিজেদের  সেরা টাইমিং করা। সেজন্য সাঁতারুদের সঙ্গে কোচ থাকাটা জরুরি বলে মনে করেন না ফেডারেশন সাধারণ সম্পাদক। ‘ফিনা থেকে আমাদের যে চিঠি দেয়া হয়েছে সেখানে সাঁতারুদের সঙ্গে অফিসিয়ালের কথা বলা ছিল। তাই আমরা অফিসিয়ালই পাঠাচ্ছি, কোচ নয়- বলেন তিনি।  কোচকেই যদি অফিসিয়াল হিসেবে পাঠানো হতো তাতে সাঁতারুরা তো উপকৃত হতেন। পুলে নামার আগ মুহূর্তেও কোচের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ। ফেডারেশন তো পারত কোচকে অফিসিয়াল দেখিয়ে সাঁতারুদের সঙ্গে পাঠাতে। কোচ পাঠালে ভাল হতো সেটা মানছেন  ফেডারেশনের সাধারণ সম্পাদকও। তবে তার ব্যাখ্যার মধ্য দিয়েই বেরিয়ে আসে সাইফকে পাঠানোর আসল রহস্য। ‘যাকে অফিসিয়াল হিসেবে পাঠানো হচ্ছে তিনি গোপালগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক। সম্পাদক গোপালগঞ্জ সুইমিং কাবেরও। তাহলে কি রাজনৈতিক প্রভাবেই কোচের পরিবর্তে কর্মকর্তা? ‘না, সিদ্ধান্তটা আমরা সভাতেই নিয়েছি। তার আগে অনুমতি নিয়েছি সভাপতির। এখানে একক কোন সিদ্ধান্ত নেই বলে জানান  ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা পুলে নামবেন ২৩শে জুলাই।