বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > কোলকাতায় ভুল টিকায় ৬৭ শিশু হাসপাতালে

কোলকাতায় ভুল টিকায় ৬৭ শিশু হাসপাতালে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গে রোববার ভুল টিকা খাওয়ানোর ফলে অসুস্থ ৬৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী।

রোববার পশ্চিমবঙ্গে ‘পালস পোলিও দিবস’ উপলক্ষে টিকাদান কর্মসূচি চলাকালে হুগলি জেলার একটি স্কুলে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানায়, জেলার গোঘাট এলাকার খাতুন প্রাইমারি স্কুলে শিশুদের পোলিওর বদলে হেপাটাইটিস বি খাওয়ানো হয়।

উল্লেখ্য, পালস পোলিও মুখ দিয়ে খাওয়ানো হয়। অন্যদিকে হেপাটাইটিস বি টিকা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।

গঙ্গা রুইদাস নামের একজন তার ১৪ মাসের বাচ্চাকে টিকা দেয়াতে এসে দেখেন স্বাস্থ্যকর্মীরা হেপাটাইটিস বি’র শিশি থেকে টিকা বের করে শিশুদের খাওয়াচ্ছেন। ইতিমধ্যে ১১৪ জন শিশুকে টিকা দেয়া হয়ে গেছে। তিনি পুলিশকে ঘটনাটি জানান।

ভুল টিকা খাওয়ানোর পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। বিক্ষুব্ধ অভিভাবকরা তখন জেলা কর্মকর্তাদের ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্তণ করে।

অসুস্থ ৬৭ শিশুকে কোলকাতা থেকে ৮০ কিলোমিটা দূরের আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ১৮ শিশুকে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকিদের অবস্থাও উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।