শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > ক্রিকেট আমাদের অস্তিত্ত্বে ঢুকে গেছে: প্রধানমন্ত্রী

ক্রিকেট আমাদের অস্তিত্ত্বে ঢুকে গেছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেট আজ আমাদের অস্তিত্ত্বে ঢুকে গেছে। ক্রিকেট আজ আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৯৭ সালে বাংলাদেশ আর্ন্তজাতিক ক্রিকেটে প্রবেশ করেছে। আর ২০১১ সালে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট আসর আয়োজনের বিরল গৌরব অর্জন করেছে।

অর্থ, স্বরাষ্ট্র, ক্রীড়া ও সশস্ত্রবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের প্রচেষ্টা ছাড়া এ আয়োজন সম্ভব হতোনা।

যে সব ভেন্যুতে খেলা হবে সেখানকার বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করুন।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এরপর তিনি বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম