শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ক্রিকেট বোর্ড এবার দাবার পাশে

ক্রিকেট বোর্ড এবার দাবার পাশে

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় আগামী ৯ই আগস্ট বিশ্ব দাবা প্রতিযোগিতায় অংশ নিতে নরওয়ে যাচ্ছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। বিশ্ব দাবায় অংশ  নেয়ার আগে স্পন্সর জটিলতায় ভুগছিলেন জিয়া। শেষ মুহূর্তে তার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পন্সর হিসেবে জিয়াউর রহমানকে দুই লাখ টাকা দিচ্ছে দেশের বৃহৎ ফেডারেশনটি। বাকি যা খরচ হবে তা বহন করবে বাংলাদেশ দাবা ফেডারেশন জানিয়েছেন এই গ্র্যান্ড মাস্টার। স্পন্সর হিসেবে ক্রিকেট বোর্ড এগিয়ে আসায় গর্ববোধ করছেন জিয়াউর রহমান। বলেন, ‘বিসিবি’র কাছে আমি লিখিত আবেদন দিয়েছিলাম। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। আমি খুশি। বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের গর্ব, এরকম জায়গা থেকে অনুপ্রেরণা পাওয়াটা বড় ব্যাপার।’ তবে স্পন্সরটা একটু আগে পেলে একজন কোচের ব্যবস্থা করা যেতো বলে মনে করেন জিয়া। বিশ্ব দাবায় অংশ নিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহায়তার আশ্বাস পাননি  তিনি।  শুধুমাত্র বিমান ভাড়া এক লাখ ত্রিশ হাজার টাকা দিতেই রাজি ছিল ফেডারেশন। ‘দাবাটা খুব অবহেলিত খেলা বলেই হয়তো এনএসসি’র কাছে স্পন্সর চেয়েও পায়নি ফেডারেশন। ফেডারেশনও চেষ্টা করেছে ওয়ালটনের কাছেও তাতে ফায়দা হয়নি। শেষ মুহূর্তে বিসিবি এগিয়ে আসায় তাদের কাছে কৃতজ্ঞ, বলেন এই দাবাড়ু।
এই অর্থ সহয়তা প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘তিনি একজন গ্রান্ডমাস্টার। বাংলাদেশের গর্ব। আমরা যখন জানতে পারলাম দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্ব দাবায় অংশ নিতে তার কিছু আর্থিক প্রতিবন্ধকতা আছে। আর তাই বিসিবি তার পাশে দাঁড়িয়েছে। ’
টুর্নামেন্ট চলাকালে দেশের এই খ্যাতিমান দাবাড়ুকে আড়াই হাজার ডলার দিবে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে চার হাজার আটশ’ ডলার পাবেন জিয়া। নরওয়ের ট্রমসে ১০ই আগস্ট  থেকে ৩রা  সেপ্টেম্বরব্যাপী চলবে ফিদে বিশ্ব দাবা। ১২৮ জন দাবাড়ু এতে অংশ নিবেন। ১০১ নম্বরে অবস্থান জিয়ার। আর ওশেনিয়া অঞ্চল  থেকে ২০ জন অংশগ্রহণকারী দাবাড়ুর মধ্যে বাংলাদেশের এই দাবাড়ু ৯ নম্বরে। শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার সুবাদে দ্বিতীয় দফা এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন জিয়া। এর আগে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দেশের হয়ে প্রথম ১৯৯৭ সালে বিশ্ব কাপ দাবার বাছাই পর্বে খেলার সুযোগ পান। এরপর ২০০৭ সালে দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়া এবং ২০১১ সালে সর্বশেষ অংশগ্রহণ করেন জিয়া। এদের মধ্যে রাজীবই প্রথম রাউন্ড উতরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা দেখান। এবারের প্রতিযোগিতায় জিয়ার প্রতিপ গেলফান্ডের রেটিং হচ্ছে ২৭৭৩, ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে তার অবস্থান নবম। অন্যদিকে জিয়ার রেটিং ২৪৭৫। অর্থাৎ প্রতিপ একে অপরের রেটিং ব্যবধান প্রায় ৩০০। কাজেই লড়াইটা জিয়ার জন্য সহজ হবে না। এ প্রসঙ্গে এশিয়ান জোনাল দাবার চ্যাম্পিয়ন জিয়া জানান, বিশ্বসেরা গ্র্যান্ড মাস্টারদের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি সর্বোচ্চ ভাল খেলার চেষ্টা করবেন। দু’ ম্যাচের একটি অন্তত ড্র করার স্বপ্নের জাল বুনছেন তিনি।