শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার

ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥  ক্ষমতায় গেলে সম্পূর্ণ নতুন ধারার সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের পর সরকার পতনের আন্দোলনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জাতীয় সংসদের এলডি প্লাজায় বৃহস্পতিবার বিএনপি আয়োজিত সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরমেয়র-কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্মানে ইফতার পার্টিতে এ বক্তব্য দেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়বো।’

পাঁচ সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সঙ্গে মিশে তাদের কল্যাণে কাজ করবেন। আপনাদের ন্যায্য দাবি এবং মর্যাদা আমরা আগামীতে দেবো’।

তিনি বলেন, ‘ক’দিন আগে গাজীপুর সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে সরকার। আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে ছাড়বো।’

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এ সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ সরকার অত্যাচারী, জুলুমবাজ। এ সরকারের প্রধান সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন। এ সরকারের অধীনে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা পরিবর্তন চাই।’

সিটি নির্বাচনের জয়ী হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরো জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।