শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > রাজনীতি > ক্ষুব্ধ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ক্ষুব্ধ আহমেদ ইমতিয়াজ বুলবুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আর এ রায় শুনে ক্ষুব্ধ হয়েছেন গোলাম আযমের মামলার অন্যতম সাক্ষী গীতিকার সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

রায় বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে হতবাক। কোন মন্তব্য করতে চাচ্ছি না। একেবারেই কিছু বলতে চাচ্ছি না। গত বছরের ৪ অক্টোবর আহমেদ ইমতিয়াজ বুলবুল গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী ছিলেন তিনি এবং এই সাক্ষ্য দেওয়ার কারণে প্রতিহিংসার জের ধরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ উদ্দিন আহমেদ খুনও হয়েছেন বলে দাবি করেছিল তার পরিবার।