রবিবার , ২৬শে মে, ২০২৪ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১৭ই জিলকদ, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > কয়েক সপ্তাহে আরও ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের আশঙ্কা আইআরসি’র

কয়েক সপ্তাহে আরও ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের আশঙ্কা আইআরসি’র

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আরও ২ লাখ রোহিঙ্গা প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটি এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেছে। সূত্র- ডিবিসি নিউজ।

রাখাইনে কাজ করা সংস্থাটির বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নকে জাতিগত নির্মূল বললেও মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি জাতিসংঘ।

নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলেও তা ভেটো দেয় চীন।

চলতি বছরে ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি হামলার পর রোহিঙ্গা নিধন ও উচ্ছেদ শুরু করে মিয়ানমার সরকার।