শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > খালেদার গাড়িবহরে হামলার ঘটনা শতভাগ সত্য নয়

খালেদার গাড়িবহরে হামলার ঘটনা শতভাগ সত্য নয়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাটি শতভাগ সত্যি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সদরঘাটে সুন্দরবন-১১ নামের লঞ্চ উদ্বোধন শেষে মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কামাল বলেন, খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) উস্কানির কারণেই তার গাড়িবহরে হামলার ঘটনায় ঘটেছে
তিনি আরো বলেন, ৯২ দিন অবরোধ-হরতালে ওই এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল। তাই খালেদা জিয়া ওই এলাকায় গেলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করে। এ সময় তার নিরাপত্তা কর্মীরা জনতার ওপর চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে।
উল্লেখ্য, আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমে খালেদা জিয়া সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে হামলার মুখে পড়েন। এসময় সিএসএফসহ বেশ কয়েকজন বিএনপি নেতা আহত হন। হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে ইট নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।