শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরের পূবাইলে নকল ঘি গুড়াঁ মসলার মেশিনসহ আটক ২

গাজীপুরের পূবাইলে নকল ঘি গুড়াঁ মসলার মেশিনসহ আটক ২

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানা এলাকায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঘি, গুঁড়া মসলা এবং এসব তৈরির মেশিন জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের হায়দরাবাদের দিলারটেক এলাকায় ভেজাল পণ্যের কারাখানায় অভিযান চালায় থানা পুলিশ।

রাত ১০টার দিকে ভেজাল ঘি উৎপাদনকারী রেজাউল করিমকে (৪২) বিপুল পরিমাণ ঘিসহ হাতেনাতে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে ভেজাল ঘি বাড়িতে রাখার কারণে তার চাচা শশুর ইসমাইলকেও (৫২) আটক করা হয়।
আটক রেজাউল করিম নওগাঁ জেলার পোর্সা থানার রোনাহার গ্রামের মৃত আবদুল্লাহর পুত্র। সে দীর্ঘ ২০-২৫ বছর ধরে হায়দরাবাদের দিলারটেকে শ্বশুর বাড়িতে থেকে ভেজাল ঘিসহ বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করে টঙ্গী বাজারে পাইকারি বিক্রি করে আসছিল।
রেজাউল চয়েজ ফুড প্রোডাকসের ব্র্যান্ডে তার বাজারজাত করা ঘি এর নাম দিয়েছে চয়েজ প্রিমিয়ার ঘি। যার খুচরা মূল্য ৫০০ গ্রামের প্রতিটিন চারশ’ ৮০ টাকা। বুধবার সকালে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে আদালতের মাধ্যমে দুজনকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।