বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে

গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে

শেয়ার করুন

আব্দুল লতিফ আনসারী
গাজীপুর ঃ গাজীপুরের শহর এলাকা ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে শত শত মানুষ আজ সৌর বিদ্যুতের আলোয় আলোকিত । পল্লী বিদ্যুতের অসহনীয় লোড শেডিং ও দুর্ভোগের কবল থেকে রক্ষা পেতে সৌর বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে ।

তথ্যানুসন্ধানে জানা যায়, জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নে গ্রামীন শক্তি সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। যে সকল এলাকায় বিদ্যুত নেই সে সকল এলাকায় এর কাজ শুরু হলেও বিদ্যুতের অসহনীয় দুর্ভোগের ফলে বিদ্যুতের গ্রাহকরাও এখন সৌর বিদ্যুতের প্ল্যান্ট কিনে ব্যবহার করছে । গ্রামীন শক্তির পাশাপাশি ব্র্যাক, আশা, আর,এস,এফ, ব্রাইট গ্রীন, নুসরা, আভা ইত্যাদি বিভিন্ন ধরনের সংস্থা সৌর বিদ্যুৎ স্থাপন ও তা পরিচালনা করে আসছে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার সদর ও প্রত্যন্ত গ্রাম গুলোতে। জেলার যে সকল প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বিহীন ছিল । সন্ধ্যার পর ভুতুরে অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত সে সকল এলাকার বাড়ী ঘর আর অন্ধকারময় থাকেনা। দিনের আলো নিভে যাওয়ার পরও আলোয় আলোয় ভরে যায় প্রত্যন্ত অঞ্চলের বাড়ী-ঘর। সৌর বিদ্যুতের সুবিধা পাওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মানও উন্নতি হয়েছে বলে জানান সৌর বিদ্যুৎ ব্যবহারকারীরা।
তারা আরও জানান, এর ব্যবহারের নানাবিধ সুবিধা রয়েছে। এটি সম্পূর্ণ স্বাধীন ও পরিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা । মাসিক বিল বা জ্বালানি খরচ নেই । পরিবেশ দূষণ মুক্ত ও ব্যবহারে সম্পূর্ণ নিরাপদ ।