মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ , ৫ই চৈত্র, ১৪৩০ , ৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে করোনা আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৫১ জনই সদরের

গাজীপুরে করোনা আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৫১ জনই সদরের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শীতের শুরু থেকেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিল্পনগরী গাজীপুরেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুন করে আরো ৫৫ জন আক্রান্ত হয়েছেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬২১০ জন।

আজ বুধবার গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্যে গাজীপুর সদরে ৫১, জন কালিয়াকৈরে ০১ জন, কালিগঞ্জে ০২ জন শ্রীপুর ০০,জন ও কাপাসিয়ায় ০১, জন আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৮৬ জনের।

আরও জানানো হয়, গাজীপুর জেলায় মোট আক্রান্ত ৬২১০ জন। এর মধ্যে সদরেই ৩৮৭৮ জন, কালিয়াকৈরে ৬৯৮, জন, শ্রীপুরে ৬৬৫ জন,কালিগঞ্জে ৫২৮ জন, ও কাপাসিয়ায় ৪৪১ জন। মোট ৪৮০২৮ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল দিয়েছে সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নমুনা পাঠিয়েছে ২৫৯ টি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯৫০ জন।