শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > গাজীপুরে গৃহবধূ হত্যা, মা-স্বামী গ্রেফতার

গাজীপুরে গৃহবধূ হত্যা, মা-স্বামী গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
পরকিয়ার জেরে সোমবার রাতে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মা ও স্বামীর বিরুদ্ধে। নিহত নীলা খাতুন (২০), পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ি গ্রামের নেফাজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় ভিক্টিমের মা রতœা বেগম (৩৫) ও স্বামী নয়ন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মেট্রোপলিটন বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, এক বছর আগে শেরপুরের শ্রীবর্দী থানার চরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে নয়ন মিয়ার সঙ্গে নীলার বিয়ে হয়। নীলা নয়নের দ্বিতীয় স্ত্রী। কয়েক মাস আগে নয়ন মিয়া গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় মো. কবির হোসেনের বাড়ি সস্ত্রীক ভাড়ায় উঠেন। ভিক্টিমের মা রতœা বেগম (৩৫) পাশের চান্দনা এলাকায় সপরিবারে বাসবাস করেন এবং স্থানীয় এক পোশাক কারখানায় চাকুরি করেন। সম্প্রতি স্ত্রী নীলার পরকিয়া নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় এবং সম্পর্কের অবনতি দেখা দেয়। এ বিষয়ে স্বামী নয়ন মিয়া নিজ স্ত্রীর বিরুদ্ধে শ্বাশুড়ি রতœা বেগমের কাছে অভিযোগ করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রতœা বেগম কারখানা ছুটি শেষে নিজ বাসায় না গিয়ে সরাসরি মেয়ের বাসায় যান। পরে নয়ন মিয়ার সামনে পরকিয়া নিয়ে মেয়ের সঙ্গে মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে রতœা বেগম উত্তেজিত হয়ে উঠেন এবং মেয়ের গলায় থাকা ওড়না টেনে ধরে। এসময় নীলার শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই পুলিশ রতœা ও নয়ন মিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।