শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের টঙ্গী মরকুন এলাকার আমার দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর কার্যালয়ে হামলা, মারপিট, ভাংচুর ১০ লাখ টাকা চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো: শামসের আলী অভিযোগ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর এলাকার কতিপয় সন্ত্রাসী আমজাদ হোসেন জুনা, শাখাওয়াত হোসেন আরিফ, আব্দুল মান্নান, মো: নুরুজ্জামান, মো: কামাল হোসেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমিতির অফিসে প্রবেশ করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে প্রাণনাশের হুমকি ও অফিসে তালা দিয়ে চলে যায়। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করলে ১নং আসামীকে পুলিশ গ্রেফতার করে। জামিনে ছাড়া পেয়ে উক্ত আসামী বাইরে এসে জামিন পাওয়ার খরচ ৫ লাখ টাকাসহ মোট ১৫ লাখ চাঁদা দাবি করে এবং মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেয়। মামলা প্রত্যাহার না করায় আসামীরা অব্যাহত ভাবে তাকে এবং স্বাক্ষীদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ কারণে তিনি এবং অফিস স্টাফরা নিরাপত্তহীনতায় ভুগছেন। এ জন্য তারা নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো: আব্দুল্লাহ আলম মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।